বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক- স্বরাষ্ট্রমন্ত্রী
আজ রবিবার ২৬শে জুন সচিবালয়ে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস; উপলক্ষে সংবাদ সম্মেলনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন-
আইন সংশোধন করে বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক । বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইন অনুযায়ী তাদের ডোপ টেস্ট করা হবে। এছাড়া তিনি আরও বলেন সরকারি চাকরিজীবীদের ও ডোপ টেস্ট করা হবে। সে প্রস্তাব প্রধানমন্ত্রিকে দেওয়া হয়েছে। এই যুবসমাজ কে মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা করতে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েচে।
ডোপ টেস্ট কী?
বেশিরভাগ মাদকের কার্যক্ষমতা কম সময়ে থাকলেও কিছু মাদক বা এলকোহল জাতীয় নেশাদ্রব্য আছে, সময়ের সাথে সাথে যার চিহ্ন শরীর থেকে যায় না। এই সব কিছুই ডোপ টেস্ট এর মাধ্যমে চিহ্নীত করা হয়।
অতিরিক্ত পারফরমেন্সের উদ্দ্যেশ্যে মাদক গ্রহণ করার পর যখনই কারো উপর ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা গুলোর সন্দেহের অভিযোগ তোলা হয়, তখন তাকে বাদ দেওয়া হয়। তারপর তাকে ডোপ টেস্টের মুখোমুখি হতে হয়। যদি ফলফল নেগেটিভ আসে তাহলে তাকে অর্থদন্ড, বরখাস্ত বা কারাদন্ড দিতে পারে।
মাদক গ্রহণের ফলে দেহের স্বাভাবিক শক্তির চেয়ে অতিরিক্ত শক্তি সঞ্চারিত হয়, যার ফলে দেহের ক্রীড়াবিদেরা হেরে যায়। এই নিষিদ্ধ কাজ এড়াতে প্রতিটি আন্ত্ররজাতিক খেলোয়াড়কে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়। একেই ডোপিং টেস্ট বলে।
ডোপ টেস্ট সাধারণত রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করে পজিটিভ বা নেগেটিভ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে।
Is it real??